লূক 16:22 - কিতাবুল মোকাদ্দস22 কালক্রমে ঐ ভিখারি মারা গেল, আর ফেরেশতারা তাকে নিয়ে ইব্রাহিমের কোলে বসালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 “কালক্রমে ভিখারিটির মৃত্যু হল। স্বর্গদূতেরা তাকে নিয়ে এল অব্রাহামের পাশে। পরে ধনী ব্যক্তির মৃত্যু হলে, তাকেও সমাধি দেওয়া হল। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)22 kichu din pore kaŋalṭi morilo, ar ʃorger dutera tahake loia gia obrahamer kôle boʃaia dilen; ar ʃei dhoni lôkṭiô morilo, ar tahar kobor dewa hoilo. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 একদিন সেই গরীব লোকটি মারা গেল। স্বর্গদূতেরা তাকে নিয়ে গিয়ে অব্রাহামের কোলে বসিয়ে দিলেন। সেই ধনী লোকটিও একদিন মারা গেল এবং তাকে কবর দেওয়া হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কালক্রমে ঐ কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবান্ও মরিল, এবং কবরপ্রাপ্ত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 “একদিন সেই গরীব ভিখারী মারা গেল, আর স্বর্গদূতরা এসে তাকে নিয়ে গেল এবং সে অব্রাহামের কোলে স্থান পেল। সেই ধনী ব্যক্তিও একদিন মারা গেল, আর তাকে সমাধি দেওয়া হল। অধ্যায় দেখুন |