লূক 16:20 - কিতাবুল মোকাদ্দস20 তার ফটক-দ্বারে লাসার নামে এক জন ভিখারীকে রাখা হয়েছিল, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ20 তার বাড়ির প্রবেশপথে এক ভিখারি সর্বাঙ্গে ক্ষত নিয়ে শুয়ে থাকত। তার নাম ছিল লাসার। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)20 ar lôke laʃar bolia ekṭi kaŋalke tahar phoṭoker ʃamne rakhiachilo; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তার দুয়ারের কাছে লাসার নামে একটি গরীব লোক বসে থাকত, সর্বাঙ্গ তার ঘায়ে ভরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাহার ফটক-দ্বারে লাসার নামে এক জন কাঙ্গালকে রাখা হইয়াছিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তারই দরজার সামনে লাসার নামে একজন ভিখারী পড়ে থাকত, যার সারা শরীর ঘায়ে ভরে গিয়েছিল। অধ্যায় দেখুন |