লূক 16:2 - কিতাবুল মোকাদ্দস2 পরে সে তাকে ডেকে বললো, তোমার বিষয়ে এ কি কথা শুনছি? তোমার ব্যবস্থাপক পদের হিসাব দাও, কেননা তুমি আর ব্যবস্থাপক থাকতে পারবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 তাই তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ‘আমি তোমার সম্পর্কে এ কী কথা শুনছি? তোমার হিসেব পত্র দাখিল করো, কারণ তুমি আর কখনোই দেওয়ান থাকতে পারো না।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)2 tini tahake ḍakia bolilen, ‘tômar name e ki ʃunite paitechi? tômar kajer hiʃab dao, kænona tumi ar dewani korite paibe na.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তিনি তখন তাকে ডেকে বললেন, তোমার নামে এসব কি শুনছি? তোমার হিসাবপত্র সব বুঝিয়ে দাও, দেওয়ানী পদে তোমাকে আর রাখা হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 পরে সে তাহাকে ডাকিয়া কহিল, তোমার বিষয়ে এ কি কথা শুনিতেছি? তোমার দেওয়ানী-পদের হিসাব দেও, কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তখন সেই ধনী ব্যক্তি ঐ দেওয়ানকে ডেকে বললেন, ‘তোমার বিষয়ে আমি এ কি শুনছি? তোমার কাজের হিসাব আমায় দাও, কারণ তুমি আর আমার দেওয়ান থাকতে পারবে না।’ অধ্যায় দেখুন |