লূক 14:35 - কিতাবুল মোকাদ্দস35 তা না ভূমির, না সারের ঢিবির উপযোগী; লোকে তা বাইরে ফেলে দেয়। যার শুনবার কান আছে সে শুনুক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ35 সেগুলি জমি, অথবা সারঢিবি, কোনো কিছুরই যোগ্য নয় বলে বাইরে ফেলে দেওয়া হবে। “শোনবার মতো কান যার আছে, সে শুনুক।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)35 taha na jomite, na ʃar‐ḍhibite, kôthaô kaje lage na; lôke taha dur koria phelia dæy. jahar ʃunibar kan thake, ʃe ʃunuk.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 ক্ষেত কিম্বা সার তৈরীর কোন কাজেই তা লাগে না। লোকে সেই লবণ ফেলে দেয়। শোনবার মত কান যার আছে, সেই শুনুক এই কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 তাহা না ভূমির, না সারঢিবির উপযোগী; লোকে তাহা বাহিরে ফেলিয়া দেয়। যাহার শুনিতে কাণ থাকে সে শুনুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 তখন তা না জমির জন্য, না সারের গাদার জন্য উপযুক্ত থাকে, লোকে তা বাইরেই ফেলে দেয়। “যার শোনার মতো কান আছে সে শুনুক।” অধ্যায় দেখুন |