Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 14:19 - কিতাবুল মোকাদ্দস

19 আর এক জন বললো, আমি পাঁচ জোড়া বলদ কিনলাম, তাদের পরীক্ষা করতে যাচ্ছি; ফরিয়াদ করি, আমাকে ছেড়ে দিতে হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 “আর একজন বলল, ‘আমি এইমাত্র পাঁচজোড়া বলদ কিনেছি। সেগুলি পরখ করে দেখার জন্য আমি পথে বেরিয়ে পড়েছি। আমাকে মার্জনা করো।’

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

19 ar æk jon bolilo, ‘ami pãc jôṛa gôru kiniachi; ʃeigulike juṛia dekhite jaitechi; binoy koria boli, amake chaṛia dite hoibe.’

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 আর একজন বলল, ‘আমি পাঁচজোড়া বলদ কিনেছি, সেগুলি আমাকে দেখতে যেতে হবে, আমাকে মাপ কর।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর এক জন কহিল, আমি পাঁচ যোড়া বলদ কিনিলাম, তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি; বিনতি করি, আমাকে ছাড়িয়া দিতে হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 আর একজন বলল, ‘আমি পাঁচ জোড়া বলদ কিনেছি, এখন সেগুলি একটু পরখ করে নিতে চাই, তাই আমি যেতে পারব না; আমায় মাপ কর।’

অধ্যায় দেখুন কপি




লূক 14:19
2 ক্রস রেফারেন্স  

তখন তারা সকলেই একমত হয়ে অজুহাত দিতে লাগল। প্রথম জন তাকে বললো, আমি একখানি ক্ষেত ক্রয় করলাম, তা দেখতে না গেলে নয়; ফরিয়াদ করি, আমাকে ছেড়ে দিতে হবে।


আর এক জন বললো, আমি বিয়ে করলাম, এজন্য যেতে পারছি না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন