লূক 14:17 - কিতাবুল মোকাদ্দস17 পরে ভোজনের সময়ে তাঁর গোলাম দ্বারা দাওয়াতীদেরকে বলে পাঠালেন, এসো, এখন সকলই প্রস্তুত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 ভোজের সময় তিনি তাঁর দাসের মারফত নিমন্ত্রিতদের বলে পাঠালেন, ‘সব আয়োজনই এখন সম্পূর্ণ, তোমরা এসো।’ অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)17 tar por khaibar ʃomoy hoile, tini aponar cakorke dia, jahader nimontron hoiachilo, tahader ʃokolke bolia paṭhailen, ‘aiʃo, ʃob toiar hoiache.’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 ভোজের সময় হলে তিনি তাঁর ভৃত্য মারফৎ নিমন্ত্রিতদের কাছে বলে পাঠালেন, ‘আসুন সবই তৈরী।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে ভোজনের সময়ে আপন দাস দ্বারা নিমন্ত্রিতদিগকে বলিয়া পাঠাইলেন, আইস, এখন সকলই প্রস্তুত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ভোজ খাওয়ার সময় হলে সে তার দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকদের বলে পাঠাল, ‘তোমরা এস! কারণ এখন সবকিছু প্রস্তুত হয়েছে!’ অধ্যায় দেখুন |