লূক 13:30 - কিতাবুল মোকাদ্দস30 আর দেখ, যারা শেষের, এমন কোন কোন লোক প্রথম হবে এবং যারা প্রথম, এমন কোন কোন লোক শেষে পড়বে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ30 বাস্তবিক, যারা আছে, তারা কেউ কেউ প্রথমে স্থান পাবে এবং যারা প্রথমে আছে, তাদের কারোর কারোর স্থান সকলের শেষে হবে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)30 ar dækho, ʃeʃer jahara, tahader moddhe keho keho prothom lôkder moddhe jayga paibe, ar prothom jahara, tahader moddhe keho keho ʃeʃer lôkder bhitore poṛibe.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 যারা পিছনে আছে তাদের মধ্যে কেউ কেউ প্রথম স্থান পাবে এবং যারা প্রথমে রয়েছে তাদের কারো কারো স্থান হবে সকলের শেষে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আর দেখ, যাহারা শেষের, এমন কোন কোন লোক প্রথম হইবে, এবং যাহারা প্রথম, এমন কোন কোন লোক শেষে পড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 মনে রেখো, যারা আজ শেষে রয়েছে, তারা প্রথমে স্থান নেবে, আর যারা আজ প্রথমে রয়েছে, তারা শেষের হবে।” অধ্যায় দেখুন |