লূক 13:11 - কিতাবুল মোকাদ্দস11 আর দেখ, এক জন স্ত্রীলোক, যাকে আঠারো বছর ধরে মন্দ রূহে পেয়েছিল, সে তাকে কুঁজা করে রেখেছে, কোন মতে সোজা হতে পারতো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 সেখানে এক নারী মন্দ-আত্মার প্রভাবে আঠারো বছর ধরে পঙ্গু হয়েছিল। সে কুঁজো হয়ে পড়েছিল, কিছুতেই সোজা হতে পারত না। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)11 ar dækho, ekṭi strilôk, jahake aṭharo botʃor dhoria æmon æk bhute paiachilo, jeṭa tahake nitanto khin koria pheliachilo; ʃe ækebare kũjô hoia poṛiachilo, kônomote ʃôja hoite parito na. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 সেখানে একটি স্ত্রীলোক ছিল। এক অপদেবতার ভরে সে আঠেরো বছর পঙ্গু হয়ে ছিল। ফলে কুঁজো হয়ে পড়েছিল সে, সোজা হয়ে দাঁড়াতে পারতো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর দেখ, একটী স্ত্রীলোক, যাহাকে আঠারো বৎসর ধরিয়া দুর্ব্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুব্জা, কোন মতে সোজা হইতে পারিত না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সেখানে একজন স্ত্রীলোক ছিল যাকে এক দুষ্ট আত্মা আঠারো বছর ধরে পঙ্গু করে রেখেছিল। সে কুঁজো হয়ে গিয়েছিল, কোনরকমেই সোজা হতে পারত না। অধ্যায় দেখুন |