Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




লূক 12:57 - কিতাবুল মোকাদ্দস

57 আর ন্যায্য কি, তা তোমরা কেন বিচার কর না?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

57 “কোনটি ন্যায্য, তা তোমরা নিজেরাই বিচার করো না কেন?

অধ্যায় দেখুন কপি

luker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)

57 ar ṭhik kônṭa, taha aponarai kæno bicar koria dækho na?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

57 কোনটি ঠিক —তা তোমরা নিজেরা বিচার করে দেখছ না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

57 আর ন্যায্য কি, তাহা আপনারাই কেন বিচার কর না?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

57 “যা কিছু ন্যায্য, নিজেরাই কেন তার বিচার কর না?

অধ্যায় দেখুন কপি




লূক 12:57
10 ক্রস রেফারেন্স  

বাইরের চেহারা দেখে বিচার করো না, কিন্তু ন্যায্যভাবে বিচার কর।


আহা, কেন তারা জ্ঞানবান হয়ে এই কথা বোঝে না? কেন নিজেদের শেষ দশা বিবেচনা করে না?


স্বয়ং প্রকৃতিও কি তোমাদেরকে শিক্ষা দেয় না যে, পুরুষ যদি লম্বা চুল রাখে, তবে তা তার অপমানের বিষয়;


যখন সেগুলো পল্লবিত হয়, তখন তা দেখে তোমরা নিজেরাই বুঝতে পার যে, এখন গ্রীষ্মকাল সন্নিকট।


কেননা ইয়াহিয়া ধার্মিকতার পথ দিয়ে তোমাদের কাছে আসলেন, আর তোমরা তাঁর উপর ঈমান আনলে না; কিন্তু কর-আদায়কারী ও পতিতারা তাঁর উপর ঈমান আনলো; কিন্তু তোমরা তা দেখেও কোন অনুশোচনা করলে না ও তাঁর উপর ঈমান আনলে না।


এছাড়া, আরও অনেক কথা বলে তিনি সাক্ষ্য দিলেন ও তাদেরকে উপদেশ দিয়ে বললেন, এই কালের কুটিল লোকদের থেকে তোমাদের নিজেদেরকে রক্ষা কর।


জবাবে ঈসা তাদেরকে বললেন, আমি তোমাদেরকে সত্যি বলছি, যদি তোমাদের ঈমান থাকে, আর সন্দেহ না কর, তবে তোমরা কেবল ডুমুর গাছের প্রতি এরকম করতে পারবে, তা নয়, কিন্তু এই পর্বতকেও যদি বল, ‘উপড়ে গিয়ে সাগরে পড়,’ তবে তা-ই হবে।


তোমরা নিজেদের মধ্যে বিচার কর, মাথা না ঢেকে আল্লাহ্‌র কাছে মুনাজাত করা কি স্ত্রীলোকের পক্ষে উপযুক্ত?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন