লূক 12:4 - কিতাবুল মোকাদ্দস4 হে আমার বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, যারা শরীর ধ্বংস করার পর আর কিছু করতে পারে না, তাদেরকে ভয় করো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 “আমার বন্ধু সব, আমি তোমাদের বলছি, শরীরকে হত্যা করার বেশি আর কিছু করার সাধ্য যাদের নেই, তাদের তোমরা ভয় কোরো না। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)4 tômra je amar bondhu, tômadigokei ami boli, jahara ʃudhu ʃorirṭake bodh kore, kintu tar pore ar kichu korite pare na, tahadigoke bhoy korio na. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 বন্ধুগণ, আমি তোমাদের বলছি, যারা দেহকে বিনাশ করে, তাদের ভয় করো না। কারণ এর রবেশি তারা কিছু করতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর, হে আমার বন্ধুরা, আমি তোমাদিগকে বলিতেছি, যাহারা শরীর বধ করিয়া পশ্চাৎ আর কিছু করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু হে আমার বন্ধুরা, “আমি তোমাদের বলছি, যারা তোমাদের দেহটাকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু এর বেশী কিছু করতে পারে না তাদের তোমরা ভয় করো না। অধ্যায় দেখুন |