লূক 11:45 - কিতাবুল মোকাদ্দস45 তখন আলেমদের এক জন জবাবে তাঁকে বললো, হুজুর, এই কথা বলে আপনি আমাদেরও অপমান করছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ45 একজন শাস্ত্রবিদ তাঁকে উত্তর দিল, “গুরুমহাশয়, এ সমস্ত কথায় আপনি আমাদেরও অপমান করছেন।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)45 tahate bæbostha‐jana ponḍitder moddhe æk jon ʃei kothar piṭhe tãhake bolilo, “guru, e kotha bolate aponi amaderô bhari opoman koritechen.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 একজন শাস্ত্রগুরু তখন তাঁকে বলল, গুরুদেব, এ কথা বলে আপনি আমাদেরও অপমান করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 তখন ব্যবস্থাবেত্তাদের এক জন উত্তর করিয়া তাঁহাকে কহিল, হে গুরু, এ কথা বলিয়া আপনি আমাদেরও অপমান করিতেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল45 একজন ব্যবস্থার শিক্ষক এর উত্তরে যীশুকে বললেন, “গুরু, আপনি এসব যা বললেন, তার দ্বারা আমাদেরও অপমান করলেন।” অধ্যায় দেখুন |