লূক 11:10 - কিতাবুল মোকাদ্দস10 কেননা যে কেউ যাচ্ঞা করে, সে গ্রহণ করে এবং যে খোঁজ করে, সে পায়; আর যে দ্বারে আঘাত করে, তার জন্য খুলে দেওয়া যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ10 কারণ যে চায়, সে গ্রহণ করে; যে খোঁজ করে, সে সন্ধান পায়; আর যে কড়া নাড়ে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)10 bastobik, je keho cay, ʃe pay; je khũje, ʃe ʃondhan pay; ar je duare gha dibe, tahake khulia dewa jaibe. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 যে চায় সে পায় এবং যে সন্ধান করে, সে সন্ধান পায়। যে দ্বারে করাঘাত করে, তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কেননা যে কেহ যাচ্ঞা করে, সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে, সে পায়; আর যে দ্বারে আঘাত করে, তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কারণ যারা চায়, তারা পায়। যারা খোঁজ করে, তারা সন্ধান পায় আর যারা দরজায় ধাক্কা দেয়, তাদের জন্য দরজা খোলা হয়। অধ্যায় দেখুন |