লূক 10:10 - কিতাবুল মোকাদ্দস10 কিন্তু তোমরা যে কোন নগরে প্রবেশ কর, লোকেরা যদি তোমাদেরকে গ্রহণ না করে, তবে বের হয়ে সেই নগরের পথে পথে গিয়ে এই কথা বলো, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ10 কিন্তু কোনো নগরে প্রবেশ করার পর লোকে যদি তোমাদের স্বাগত না জানায়, তবে পথে বেরিয়ে পড়ে বোলো, অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)10 kintu, tômra kôno ʃohorer bhitor gele, lôke jodi tômadigoke jayga na dæy, ʃekhankar rastay bahir hoia gia bolio, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 কিন্তু কোন নগরে যাওয়ার পর তারা যদি তোমাদের অভ্যর্থনা না করে, তাহলে সেখান থেকে চলে যেও এবং নগরের পথে পথে বলো যে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 কিন্তু তোমরা যে কোন নগরে প্রবেশ কর, লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ না করে, তবে বাহির হইয়া সেই নগরের পথে পথে গিয়া এই কথা বলিও, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 “তোমরা কোন নগরে প্রবেশ করলে যদি সেই নগরের লোকেরা তোমাদের স্বাগত না জানায়, তবে সেখানকার রাস্তায় বেরিয়ে এসে তোমরা বলো, অধ্যায় দেখুন |