লূক 1:79 - কিতাবুল মোকাদ্দস79 যারা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসে আছে, তাদের উপরে আলো দেবার জন্য, আমাদের চরণ শান্তির পথে চালাবার জন্য। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ79 যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে, তাদের উপর আলো বিকীর্ণ করতে, আমাদের পা শান্তির পথে চালিত করতে।” অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)79 jæno, amra joto jon ondhokare ar mrittur chayate boʃia achi, alôr moto amadigoke dækha dia, ʃantir pothe pa phiraite amadigoke calaite paren.” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)79 যারা বাস করছে মৃত্যুর ছায়ায়, হতাশার অন্ধকারে, তাদের মাঝে তিনি বিতরণ করবেন দিব্যজ্যোতি, চালিত করবেন আমাদের পদক্ষেপ শান্তির পথে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)79 যাহারা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসিয়া আছে, তাহাদের উপরে দীপ্তি দিবার জন্য, আমাদের চরণ শান্তিপথে চালাইবার জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল79 যারা অন্ধকার ও মৃত্যুর ছায়ায় বসে আছে তাদের ওপর সেই আলো এসে পড়বে; আর তা আমাদের শান্তির পথে পরিচালিত করবে।” অধ্যায় দেখুন |