লূক 1:5 - কিতাবুল মোকাদ্দস5 এহুদিয়ার বাদশাহ্ হেরোদের সময়ে অবিয়ের পালার মধ্যে জাকারিয়া নামে এক জন ইমাম ছিলেন; তাঁর স্ত্রী হারুন-বংশীয়া, তাঁর নাম এলিজাবেত। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 যিহূদিয়ার রাজা হেরোদের রাজত্বকালে সখরিয় নামে একজন যাজক ছিলেন। তিনি ছিলেন অবিয়ের পুরোহিত অধীনস্থ যাজক-সম্প্রদায়ভুক্ত। তাঁর স্ত্রী ইলিশাবেতও ছিলেন হারোণ বংশীয়। অধ্যায় দেখুনluker lekha ʃuʃomacar 1921 (Colloquial Bengali in Simplified Phonetics)5 jihudiar raja herôder amole obier dole ʃokhorio name æk jon purôhit chilen; tãhar je stri chilen, tini harôner boŋʃer meye, ar tãhar nam eliʃabet. অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 যিহুদীয়া দেশের রাজা হেরোদের রাজত্বকালে পুরোহিত অবিয়ের সেবক দলে সখরিয় নামে একজন পুরোহিত ছিলেন। তাঁর স্ত্রীর নাম ছিল ইলিশাবেত। ইনিও ছিলেন পুরোহিত-বংশের কন্যা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যিহূদিয়ার রাজা হেরোদের সময়ে অবিয়ের পালার মধ্যে সখরিয় নামে এক জন যাজক ছিলেন; তাঁহার স্ত্রী হারোণবংশীয়া, তাঁহার নাম ইলীশাবেৎ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 যিহূদিয়ার রাজা হেরোদের সময়ে সখরিয় নামে একজন যাজক ছিলেন। ইনি ছিলেন অবিয়ের দলের যাজকদের একজন। সখরিয়র স্ত্রী ইলীশাবেৎ ছিলেন হারোণের বংশধর। অধ্যায় দেখুন |
বাদশাহ্ হেরোদের সময়ে এহুদিয়ার বেথেলহেমে ঈসার জন্ম হলে পর, দেখ, পূর্ব দেশ থেকে কয়েক জন পণ্ডিত জেরুশালেমে এসে বললেন, পরে হেরোদ যখন দেখলেন যে, তিনি পণ্ডিতদের দ্বারা প্রতারিত হয়েছেন, তখন মহা ক্রুদ্ধ হলেন এবং সেই পণ্ডিতদের কাছে বিশেষ করে যে সময় জেনে নিয়েছিলেন, সেই অনুসারে দু’বছর ও তার অল্প বয়সের যত বালক বেথেলহেম ও তার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠিয়ে তাদের সকলকে হত্যা করালেন।