রোমীয় 9:28 - কিতাবুল মোকাদ্দস28 যেহেতু প্রভু দুনিয়ার উপর তাঁর বিচার দ্রুত সাধন করবেন এবং তা সমপূর্ণভাবেই করবেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ28 কারণ প্রভু দ্রুতগতিতে ও চরমভাবে পৃথিবীতে তাঁর শাস্তি কার্যকর করবেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 কারণ প্রভু এই পৃথিবীর উপরে তাঁর দণ্ড কার্যকরী করবেন অবিলম্বে ও অতি দ্রুতভাবে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 যেহেতুক প্রভু পৃথিবীতে আপন বাক্য, সাধন করিবেন, তাহা সম্পূর্ণ ও সংক্ষিপ্ত করিবেন।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 বিচারের ব্যাপারে প্রভু এই পৃথিবীতে যা করবেন বলেছেন, তিনি তা পূর্ণ করবেন, শিগ্গিরই তা শেষ করবেন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 প্রভু এই ভূমিতে নিজ বাক্য পালন করবেন, খুব তাড়াতাড়ি এবং সম্পূর্ণভাবে।” অধ্যায় দেখুন |