রোমীয় 8:22 - কিতাবুল মোকাদ্দস22 কারণ আমরা জানি, সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে ভীষণ প্রসব-বেদনায় আর্তনাদ করছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 আমরা জানি যে, সমস্ত সৃষ্টি বর্তমানকাল পর্যন্ত সন্তান প্রসবের যন্ত্রণার মতো আর্তনাদ করছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 আমরা জানি সমগ্র সৃষ্টি আজ একই সঙ্গে প্রসব ব্যথায় আতুর হয়ে আর্তনাদ করছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 কারণ আমরা জানি, সমস্ত সৃষ্টি এখন পর্য্যন্ত একসঙ্গে আর্ত্তস্বর করিতেছে, ও একসঙ্গে ব্যথা খাইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 আমরা জানি যে এখন পর্যন্ত ঈশ্বরের সমস্ত সৃষ্টি ব্যথায় আর্তনাদ করছে যেমন করে নারী সন্তান প্রসবের ব্যথা ভোগ করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 কারণ আমরা জানি যে, সব সৃষ্টি এখনও পর্যন্ত একসঙ্গে যন্ত্রণায় চিত্কার করছে এবং একসঙ্গে ব্যথা পাচ্ছে। অধ্যায় দেখুন |