রোমীয় 7:1 - কিতাবুল মোকাদ্দস1 হে ভাইয়েরা, তোমরা কি জান না— কারণ যারা শরীয়ত জানে, আমি তাদেরকেই বলছি— মানুষ যত কাল জীবিত থাকে, তত কাল পর্যন্ত শরীয়তের দাবী তার উপরে থাকে? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 ভাইবোনেরা, বিধান সম্বন্ধে যাদের কিছুটা জ্ঞান আছে আমি তাদের বলছি, তোমরা কি জানো না যে যতদিন কোনো মানুষ জীবিত থাকে, বিধান ততদিনই তার উপরে কর্তৃত্ব করে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 বন্ধুগণ, বিধান সম্বন্ধে যাদের কিছুটা জ্ঞান আছে আমি তাদেরই বলছি, তোমরা কি জান না —মানুষ যতদিন জীবিত থাকে কেবল ততদিনই তার উপর বিধানের কর্তৃত্ব বজায় থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 অথবা হে ভ্রাতৃগণ, তোমরা কি জান না—কারণ যাহারা ব্যবস্থা জানে, আমি তাহাদিগকেই বলিতেছি, —মনুষ্য যত কাল জীবিত থাকে, তত কাল পর্য্যন্ত ব্যবস্থা তাহার উপরে কর্ত্তৃত্ব করে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 ভাই ও বোনেরা, তোমরা যখন মোশির বিধি ব্যবস্থা জান, তখন তোমরা নিশ্চয়ই জান যে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই সে বিধি-ব্যবস্থার অধীনে থাকে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 হে ভাইয়েরা, তোমরা কি জান না কারণ যারা আইন কানুন জানে আমি তাদেরকেই বলছি, যে মানুষ যত দিন জীবিত থাকে, ততদিন পর্যন্ত আইন কানুন তার উপরে কর্তৃত্ব করে? অধ্যায় দেখুন |