রূতের বিবরণ 4:17 - কিতাবুল মোকাদ্দস17 পরে ‘নয়মীর একটি পুত্র জন্মগ্রহণ করলো’, এই বলে তার প্রতিবেশীরা তার নাম রাখল; তারা তার নাম ওবেদ রাখল। সে ইয়াসির পিতা, আর ইয়াসি দাউদের পিতা। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ17 সেখানে বসবাসকারী মহিলারা বলল, “নয়মীর এক ছেলে জন্মেছে!” এই বলে তারা সেই ছেলেটির নাম রাখল ওবেদ। ইনি যিশয়ের বাবা, যিনি দাউদের বাবা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 প্রতিবেশী স্ত্রীলোকেরা ছেলেটির নাম রাখলেন ওবেদ। তাঁরা সকলকে বলতে লাগলেন, নয়মীর এক পৌত্র জন্মেছে। ওবেদ যিশয়ের পিতা ছিলেন আর যিশয় ছিলেন দাউদের পিতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 পরে ‘নয়মীর এক পুত্র জন্মিল’, এই বলিয়া তাহার প্রতিবাসিনীগণ তাহার নাম রাখিল; তাহারা তাহার নাম ওবেদ রাখিল। সে যিশয়ের পিতা, আর যিশয় দায়ুদের পিতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 পাড়া প্রতিবেশীরা তার একটা নাম দিল। এই স্ত্রীলোকরা বলল, “এখন নয়মীর একটি পুত্র আছে!” তারা পুত্রটির নাম রাখল ওবেদ। ওবেদের পুত্রের নাম যিশয়। যিশয়ের পুত্রের নাম দায়ূদ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 পরে নয়মীর এক ছেলে জন্মাল, এই বলে তার প্রতিবাসীরা তার নাম রাখল; তারা তার নাম ওবেদ রাখল। সে যিশয়ের বাবা, আর যিশয় দায়ূদের বাবা। অধ্যায় দেখুন |