রূতের বিবরণ 3:2 - কিতাবুল মোকাদ্দস2 সম্প্রতি যে বোয়সের বাঁদীদের সঙ্গে তুমি ছিলে, তিনি কি আমাদের জ্ঞাতি নন? দেখ, তিনি আজ রাতে খামারে যব ঝাড়বেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 বোয়স আমাদেরই পরিবারের লোক যাঁর দাসীদের সঙ্গে তুমি সারাদিন ছিলে। আজ রাতে তিনি খামারে যব ঝাড়াই করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 মনে রেখ, যে বোয়সের ক্ষেতে মেয়েদের সঙ্গে তুমি কাজ করছ সেই বোয়স আমাদের আত্মীয়। এখন শোন, আজ সন্ধ্যায় সে যব ঝাড়াই করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 সম্প্রতি যে বোয়সের দাসীদের সহিত তুমি ছিলে, তিনি কি আমাদের জ্ঞাতি নহেন? দেখ, তিনি অদ্য রাত্রিতে খামারে যব ঝাড়িবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 হয়তো বোয়সই উপযুক্ত পাত্র। সে আমাদের খুব কাছের লোক। তুমি তার দাসীদের সঙ্গে কাজ করো। আজ রাত্রে বোয়স শস্য মাড়াই করার জায়গায় যব মাড়াই করবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 সম্প্রতি যে বোয়সের দাসীদের সঙ্গে তুমি ছিলে, তিনি কি আমাদের জ্ঞাতি নন? দেখ, তিনি আজ রাতে খামারে যব ঝাড়বেন। অধ্যায় দেখুন |