যোয়েল 3:3 - কিতাবুল মোকাদ্দস3 আর তারা আমার লোকদের জন্য গুলিবাঁট করেছে এবং পতিতার বিনিময়ে পুত্র দিয়েছে ও পান করার জন্য আঙ্গুর-রসের বিনিময়ে কন্যা বিক্রি করেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ3 তারা আমার প্রজাদের জন্য গুটিকাপাত করেছিল এবং বেশ্যার বিনিময়ে বালককে দিয়েছিল; দ্রাক্ষারসের জন্য তারা বালিকাদের বিক্রি করেছিল, যেন তারা তা পান করতে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 পাশা চেলে আমার প্রজাদের উপর অধিকার ভাগ করে নিয়েছ, বালকবালিকাদের ক্রীতদাসরূপে বিক্রয় করে সেই অর্থ তারা গণিকা ও সুরার জন্য ব্যয় করেছে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তার তাহারা আমার প্রজাদের জন্য গুলিবাঁট করিয়াছে, এবং বেশ্যার বিনিময়ে বালক দিয়াছে, ও পান করিবার জন্য দ্রাক্ষারসের বিনিময়ে বালিকা বিক্রয় করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তারা আমার লোকদের জন্য গুলিবাট ব্যবহার করেছিল। তারা এক বেশ্যার জন্য ছেলেকে এবং পান করবার জন্য দ্রাক্ষারসের বিনিময়ে মেয়েকে বিয়ে করেছিল। এমন কি তারা… অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তারা আমার লোকেদের জন্য গুলিবাঁট করেছিল, বেশ্যার জন্য একটি ছেলের বিনিময় করেছে এবং আঙ্গুর রসের জন্য একটি মেয়েকে বিনিময় করেছে, যেন তারা পান করতে পারে৷ অধ্যায় দেখুন |