Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যোয়েল 3:11 - কিতাবুল মোকাদ্দস

11 হে চারদিকের জাতিরা, তোমরা সকলে ত্বরা কর, এসো, জমায়েত হও; হে মাবুদ, তুমিও সেখানে তোমার বীরদেরকে নামিয়ে দাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

11 সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো এবং ওই জায়গায় সমবেত হও। হে সদাপ্রভু, তোমারও যোদ্ধাদের ওখানে নামিয়ে আনো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রতিবেশী জাতিবৃন্দ তোমাদের সাহায্য করতে এগিয়ে আসুক, একত্র হোক বিচার ভূমিতে। (হে প্রভু, তোমার সেনাদলও সমাবেশকর সেখানে)।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 হে চারিদিকের জাতিগণ, তোমরা সকলে ত্বরা কর, আইস, একত্র হও; হে সদাপ্রভু, তুমিও সেখানে আপন বীরগণকে নামাইয়া দেও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 হে চারি দিকের জাতিগণ, তোমরা তাড়াতাড়ি এস এবং এখানে এসে জড়ো হও! হে প্রভু তোমার বলবান সৈন্যদের আনো!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তোমাদের কাছাকাছি সমস্ত জাতি, তাড়াতাড়ি, তোমাদের নিজেদের একসঙ্গে জড়ো কর৷ হে সদাপ্রভু, তুমি তোমার যোদ্ধাদের সেখানে নামিয়ে দাও৷

অধ্যায় দেখুন কপি




যোয়েল 3:11
14 ক্রস রেফারেন্স  

আমি নিজের পবিত্র লোকদের হুকুম করেছি, আমি আমার গজব কার্যকর করার জন্য আমার বীরদেরকে আহ্বান করেছি— যারা আমার বিজয়ে উল্লাস করে।


এজন্য মাবুদ বলেন, তোমরা সেদিন পর্যন্ত আমার অপেক্ষায় থাক, যেদিন আমি হরণ করতে উঠবো; কেননা আমার বিচার এই; আমি জাতিদেরকে সংগ্রহ করে ও রাজ্য সকল একত্র করে তাদের উপরে আমার গজব, আমার সমস্ত ক্রোধের আগুন ঢেলে দেব; বস্তুত আমার অন্তর্জ্বালার তাপে সমস্ত দুনিয়া আগুনে পুড়ে যাবে।


আর বেহেশতের সৈন্যরা তাঁর পিছনে পিছনে যায়, তারা সাদা রংয়ের ঘোড়ায় আরোহী এবং সাদা পবিত্র মসীনার কাপড় পরা।


এখন তোমরা যারা দুঃখ-কষ্ট ভোগ করছো, তোমাদেরকেও আমাদের সঙ্গে বিশ্রাম দেবেন। এটা তখনই হবে যখন প্রভু ঈসা বেহেশত থেকে নিজের পরাক্রমের ফেরেশতাদের সঙ্গে জ্বলন্ত আগুনের মধ্যে প্রকাশিত হবেন,


কিন্তু তারা মাবুদের সঙ্কল্প সকল জানে না ও তাঁর মন্ত্রণা বোঝে না; বস্তুত তিনি তাদেরকে আঁটির মত খামারে সংগ্রহ করেছেন।


তখন সমস্ত জাতিকে সংগ্রহ করে যিহোশাফট উপত্যকায় নামাব এবং সেখানে আমার লোক ও আমার অধিকার ইসরাইলের জন্য তাদের সঙ্গে বিচার করবো, কেননা তারা তাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করেছে ও আমার দেশ ভাগ করে নিয়েছে।


পরে মাবুদের ফেরেশতা যাত্রা করে আশেরীয়দের শিবিরে এক লক্ষ পঁচাশি হাজার লোককে হত্যা করলেন; লোকেরা খুব ভোরে উঠলো, আর দেখ, সমস্তই মৃত লাশ।


তিনি লোহা দ্বারা বনের ঝাড়গুলো কেটে ফেলবেন এবং লেবানন মহাপরাক্রমীর দ্বারা নিপাতিত হবে।


মাবুদের ফেরেশতারা! তাঁর শুকরিয়া আদায় কর, তোমরা শক্তিতে বীরতুল্য, তাঁর বাক্য-সাধক, তাঁর কালামের স্বর শ্রবণে নিবিষ্ট।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন