যোয়েল 2:22 - কিতাবুল মোকাদ্দস22 হে ক্ষেতের পশুরা, ভয় করো না, কেননা মরুভূমিস্থ চারণভূমি সবুজ হয়ে উঠছে, গাছ ফলবান হচ্ছে, ডুমুর গাছ ও আঙ্গুরলতা নিজ নিজ ফল দিচ্ছে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 ওহে বুনো পশুরা, তোমরা ভয় কোরো না, কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে। গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে, ডুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফলভারে সমৃদ্ধ হচ্ছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 পশুপাল ভয় করো না, প্রান্তরের চরাণী আবার হয়েছে তৃণশ্যামল বৃক্ষরাজি হয়েছে ফলবান্ ডুমুর বৃক্ষ ও দ্রাক্ষালতা ফলসম্ভারে হয়েছ সমৃদ্ধ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 হে ক্ষেত্রের পশুগণ, ভয় করিও না, কেননা প্রান্তরস্থ চরাণীস্থান তৃণভূষিত হইতেছে, বৃক্ষ ফলবান্ হইতেছে, ডুমুরবৃক্ষ ও দ্রাক্ষালতা আপন আপন বল প্রদান করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 মাঠের পশুরা ভয় পেয়ো না কারণ প্রান্তরের ভূমিতে আবার ঘাস জন্মাবে। গাছে আবার ফল ধরবে, এবং ডুমুর ও দ্রাক্ষা গাছে আবার উত্তম ফল হবে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 ক্ষেত্রে পশুরা, ভয় করো না, কারণ চারণভূমি ঘাসে ভরে উঠেবে৷ গাছ তাদের ফল বহন করবে, ডুমুর গাছ ও আঙ্গুরলতা প্রচুর ফল দেবে৷ অধ্যায় দেখুন |