যোহন 21:1 - কিতাবুল মোকাদ্দস1 তারপর ঈসা টিবেরিয়াস-সমুদ্রের তীরে আবার সাহাবীদের কাছে নিজেকে প্রকাশ করলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 পরে, টাইবেরিয়াস সাগরের তীরে যীশু শিষ্যদের সামনে আবার আবির্ভূত হলেন। এভাবে তিনি নিজেকে প্রকাশ করছিলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 তিবিরিয়া হ্রদের তীরে যীশু এরপর একদিন আবির্ভূত হলেন শিষ্যদের সামনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তৎপরে যীশু তিবিরিয়া-সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন; আর তিনি এইরূপে আপনাকে প্রকাশ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এরপর তিবিরিয়া হ্রদের ধারে যীশু আবার তাঁর শিষ্যদের দেখা দিলেন। এইভাবে তিনি দেখা দিয়েছিলেন: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 এর পরে যীশু তিবিরিয়া সমুদ্রের তীরে শিষ্যদের কাছে আবার নিজেকে দেখালেন; তিনি এই ভাবে নিজেকে দেখালেন। অধ্যায় দেখুন |