যোহন 2:25 - কিতাবুল মোকাদ্দস25 এবং কেউ যে মানুষের বিষয়ে সাক্ষ্য দেয়, এতে তাঁর প্রয়োজন ছিল না; কেননা মানুষের অন্তরে কি আছে, তা তিনি নিজে জানতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ25 মানুষের সম্পর্কে কোনো সাক্ষ্য-প্রমাণের প্রয়োজন তাঁর ছিল না, কারণ মানুষের অন্তরে কী আছে তা তিনি জানতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 কারণ তিনি সকলকে ভালভাবেই জানতেন। এ জন্য কারও সম্বন্ধে তাঁর সাক্ষ্য প্রমাণাদির দরকার ছিল না। মানুষের অন্তরের ভাব তিনি জানতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 এবং কেহ যে মনুষ্যের বিষয়ে সাক্ষ্য দেয়, ইহাতে তাঁহার প্রয়োজন ছিল না; কেননা মনুষ্যের অন্তরে কি আছে, তাহা তিনি আপনি জানিতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 কোন লোকের কাছ থেকে মানুষের সম্বন্ধে কিছু জানার তাঁর প্রয়োজন ছিল না, কারণ মানুষের অন্তরে কি আছে তিনি তা জানতেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 এবং কেউ যে মানুষ জাতির সমন্ধে সাক্ষ্য দেয়, এতে তার প্রয়োজন ছিল না; কারণ মানুষ জাতির অন্তরে কি আছে তা তিনি নিজে জানতেন। অধ্যায় দেখুন |