যোহন 12:15 - কিতাবুল মোকাদ্দস15 “অয়ি সিয়োন কন্যে, ভয় করো না, দেখ, তোমার বাদশাহ্ আসছেন, গাধার শাবকে চড়ে আসছেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ15 “হে সিয়োন-কন্যা, তুমি ভীত হোয়ো না, দেখো, তোমার রাজাধিরাজ আসছেন, গর্দভশাবকে চড়ে আসছেন।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 “অয়ি সিয়োন-কন্যে, ভয় করিও না, দেখ, তোমার রাজা আসিতেছেন, গর্দ্দভ-শাবকে চড়িয়া আসিতেছেন।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “সিয়োন নগরী, ভয় পেও না! দেখ, তোমাদের রাজা আসছেন। দেখ, তোমাদের রাজা বাচ্চা গাধায় চড়ে আসছেন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী15 “ভয় কোরো না, সিয়োন কন্যা; দেখ, তোমার রাজা আসছেন, একটা গাধাশাবকের উপরে বসে আসছেন।” অধ্যায় দেখুন |