যোহন 10:41 - কিতাবুল মোকাদ্দস41 তাতে অনেকে তাঁর কাছে আসল এবং বললো, ইয়াহিয়া কোন চিহ্ন-কাজ করেন নি, কিন্তু এই ব্যক্তির বিষয়ে ইয়াহিয়া যেসব কথা বলেছিলেন, সে সবই সত্যি। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ41 তারা বলল, “যোহন কখনও চিহ্নকাজ সম্পাদন না করলেও, এই মানুষটির বিষয়ে তিনি যথার্থ কথাই বলেছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 জনতা এসে জড়ো হল তাঁর কাছে। তারা বলল, যোহন আমাদের কোন অলৌকিক নিদর্শন দেখান নি কিন্তু তিনি এই ব্যক্তি সম্বন্ধে যা কিছু বলছেন, সবই সত্যি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 তাহাতে অনেকে তাঁহার কাছে আসিল, এবং বলিল, যোহন কোন চিহ্ন-কার্য্য করেন নাই, কিন্তু এই ব্যক্তির বিষয়ে যোহন যে সকল কথা বলিয়াছিলেন, সে সকলই সত্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 বহুলোক তাঁর কাছে আসতে থাকল, আর তারা বলাবলি করতে লাগল, “যোহন কোন অলৌকিক কাজ করেন নি বটে; কিন্তু এই মানুষটির বিষয়ে যোহন যা বলেছেন, সে সবই সত্য।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী41 অনেক মানুষ যীশুর কাছে এসেছিল। তারা বলতে লাগলো, যোহন হয়ত কোন আশ্চর্য্য কাজ করেননি কিন্তু এই মানুষটির সম্পর্কে যোহন যে সব কথা বলেছিলেন সে সবই সত্য। অধ্যায় দেখুন |