যিহোশূয় 8:26 - কিতাবুল মোকাদ্দস26 কেননা অয়-নিবাসী সকলে যতক্ষণ সম্পূর্ণরূপে বিনষ্ট না হল, ততক্ষণ ইউসা তাঁর প্রসারিত শল্যধারী হাত সংকুচিত করলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ26 কারণ যিহোশূয় অয়ে বসবাসকারী লোকজনকে ধ্বংস না করা পর্যন্ত তাঁর সেই হাতটি পিছনে টেনে আনেননি, যেটিতে বর্শা ধরা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 অয়ের অধিবাসীরা যতক্ষণ না নিঃশেষে নিহত হল ততক্ষণ যিহোশূয় তাঁর হাতের বর্শা সেইভাবেই ধরে রইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 কেননা অয়নিবাসী সকলে যাবৎ নিঃশেষে বিনষ্ট না হইল, তাবৎ যিহোশূয় আপনার বিস্তারিত শল্যধারী হস্ত সঙ্কুচিত করিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 যিহোশূয় তাঁর লোকদের শহর ধ্বংস করার সংকেত দিতেই অয় শহরের দিকে বল্লম উঁচু করে ধরেছিলেন। শহরের সমস্ত লোক বিনষ্ট না হওয়া পর্যন্ত যিহোশূয় এভাবেই দাঁড়িয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 কারণ অয়ে বসবাসকারী সবাই যতক্ষণ না সম্পূর্ণভাবে ধ্বংস হল, ততক্ষণ যিহোশূয় তাঁর বাড়ানো বর্শা ধরা হাত নামাতে পারলেন না। অধ্যায় দেখুন |