যিহোশূয় 8:11 - কিতাবুল মোকাদ্দস11 আর তাঁর সঙ্গী সমস্ত যোদ্ধা চললো এবং এগিয়ে গিয়ে নগরের সম্মুখে উপস্থিত হল, আর অয় নগরের উত্তর দিকে শিবির স্থাপন করলো; তাঁর ও অয়ের মধ্যস্থানে একটি উপত্যকা ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 তাঁর সঙ্গে থাকা সমগ্র সৈন্যদল কুচকাওয়াজ করে নগরের দিকে এগিয়ে গেল ও সেটির সামনে পৌঁছে গেল। অয়ের উত্তর দিকে তারা শিবির স্থাপন করল, এবং তাদের ও নগরের মাঝখানে উপত্যকা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তাঁর সঙ্গে সমগ্র সেনাবাহিনী এগিয়ে চলল এবং অয়ের কাছাকাছি এসে উত্তর দিকে ছাউনি ফেলল। অয় নগর ও তাদের মাঝখানে ছিল একটি উপত্যকা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর তাঁহার সঙ্গী সমস্ত যোদ্ধা চলিল, এবং নিকটবর্ত্তী হইয়া নগরের সম্মুখে উপস্থিত হইল, আর অয়ের উত্তরদিকে শিবির স্থাপন করিল; তাঁহার ও অয়ের মধ্যস্থানে এক উপত্যকা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 যিহোশূয়ের সঙ্গে যে সব সৈন্য ছিল, তারা অয় অভিযান করল। শহরের সামনে এসে তারা দাঁড়াল। সৈন্যরা শহরের উত্তরে তাঁবু খাটাল। অয় এবং সৈন্যবাহিনীর মধ্যে ছিল একটি উপত্যকা। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আর তার সঙ্গী, সমস্ত যোদ্ধারা গেল এবং কাছে গিয়ে নগরের সামনে উপস্থিত হল, আর অয়ের উত্তরদিকে শিবির স্থাপন করল; তাঁর ও অয়ের মধ্যে এক উপত্যকা ছিল। অধ্যায় দেখুন |