যিহোশূয় 7:22 - কিতাবুল মোকাদ্দস22 তখন ইউসা দূত প্রেরণ করলে তারা তার তাঁবুতে দৌড়ে গেল, আর দেখ, তার তাঁবুর মধ্যে তা লুকান রয়েছে, আর নিচে রূপা ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 অতএব যিহোশূয় দূতদের পাঠালেন, এবং তারা দৌড়ে তাঁবুর কাছে গেল, ও সেখানে, তার তাঁবুর মধ্যে সেগুলি লুকানো ছিল, আর সেগুলির নিচে রুপোও রাখা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যিহোশূয় তখন কয়েকজন অনুচর পঠিয়ে দিলেন, তারা দৌড়ে আখনের তাঁবুতে গিয়ে দেখল যে, তাঁবুর মধ্যে সেই জিনিসগুলি লুকানো রয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তখন যিহোশূয় দূত প্রেরণ করিলে তাহারা তাহার তাম্বুতে দৌড়িয়া গেল, আর দেখ, তাহার তাম্বুর মধ্যে তাহা লুকান রহিয়াছে, আর নীচে রৌপ্য ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 সুতরাং যিহোশূয় কিছু লোককে তাঁবুতে পাঠালেন। তারা ছুটে তাঁবুতে গিয়ে ঐসব লুকানো জিনিস খুঁজে পেল। রূপো ছিল শালের তলায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তখন যিহোশূয় দূত পাঠালে তারা তার তাঁবুতে দৌড়ে গেল, আর দেখ, তার তাঁবুর মধ্যে তা লুকান আছে, আর নীচে রূপা ছিল। অধ্যায় দেখুন |