Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 4:2 - কিতাবুল মোকাদ্দস

2 তোমরা এক এক বংশের মধ্য থেকে এক এক জন, এভাবে মোট বারো জন লোককে গ্রহণ কর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 “তুমি প্রত্যেক গোষ্ঠী থেকে এক একজন করে, মোট বারোজনকে লোকদের মধ্য থেকে বাছাই করো,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 তোমরা প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট বারো জন লোককে বেছে নাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমরা এক এক বংশের মধ্য হইতে এক এক জন, এইরূপে লোকদের বারো জনকে গ্রহণ কর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 “বারো জনকে এবার বেছে নাও। প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে একজন করে নেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 “তোমরা প্রত্যেক বংশের মধ্য থেকে একজন করে নিয়ে,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 4:2
8 ক্রস রেফারেন্স  

এখন তোমরা ইসরাইলের এক এক বংশ থেকে এক এক জন, এভাবে বারো বংশ থেকে বারো জনকে গ্রহণ কর।


কারণ ‘তোমার নাম ইসরাইল হবে,’ এই বলে মাবুদের কালাম যে ইয়াকুবের কাছে উপস্থিত হয়েছিল, তাঁর সন্তানদের বংশ-সংখ্যা অনুসারে ইলিয়াস বারোটি পাথর গ্রহণ করলেন।


তখন আমি সেই কথায় সন্তুষ্ট হয়ে তোমাদের প্রত্যেক বংশ থেকে এক এক জন করে বারো জনকে বেছে নিলাম।


আর তোমরা প্রত্যেক বংশ থেকে একেক জন নেতাকে দেশ ভাগ করার জন্য গ্রহণ করবে।


আমি বনি-ইসরাইলকে যে কেনান দেশ দেব, তুমি তা নিরীক্ষণ করার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ কর। তাদের নিজ নিজ পিতৃকুল সম্পর্কীয় একেক বংশের মধ্য থেকে এক-এক জন নেতাকে প্রেরণ কর।


আর তাদের এই হুকুম দাও, তোমরা জর্ডান নদীর মধ্যবর্তী ঐ স্থান থেকে, যে স্থানে ইমামেরা দাঁড়িয়ে ছিল, সেখান থেকে বারোটি পাথর গ্রহণ করে তোমাদের সঙ্গে পারে নিয়ে যাও, আজ যে স্থানে রাত্রি যাপন করবে সেগুলো সেই স্থানে রেখো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন