যিহোশূয় 21:7 - কিতাবুল মোকাদ্দস7 আর মরারি বংশের লোকেরা নিজ নিজ গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ থেকে বারোটি নগর পেল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 মরারির বংশধরেরা রূবেণ, গাদ ও সবূলূন গোষ্ঠী থেকে বংশ অনুসারে বারোটি নগর পেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মরারি গোষ্ঠীর পরিবারগুলির জন্য রূবেণ, গাদ ও সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে বারোটি নগর দেওয়া হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর মরারি-সন্তানগণ আপন আপন গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ হইতে বারোটী নগর পাইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 মরারি পরিবারের লোকরা পেল 12টি শহর। রূবেণ, গাদ এবং সবূলূনদের অঞ্চলে ছিল এইসব শহর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 আর মরারি-সন্তানেরা নিজেদের গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ থেকে বারটি নগর পেল। অধ্যায় দেখুন |