Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:31 - কিতাবুল মোকাদ্দস

31 চারণ-ভূমির সঙ্গে হিল্‌কৎ ও চারণ-ভূমির সঙ্গের হোব; এই চারটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

31 হিল্‌কৎ ও রাহব—এই চারটি নগর;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 পরিসরের সহিত হিল্‌কৎ, ও পরিসরের সহিত রহোব; এই চারিটী নগর দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 রহোব। মোট চারটি শহর এবং পশুদের জন্য শহরের লাগোয়া মাঠ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 পশুপালনের মাঠগুলির সঙ্গে হিল্‌কৎ ও পশুপালনের মাঠগুলির সঙ্গে রহোব; এই চারিটি নগর দিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:31
7 ক্রস রেফারেন্স  

চারণ-ভূমির সঙ্গে হূকোক ও চারণ-ভূমির সঙ্গে রহোব;


আর তারা মুখ ফিরিয়ে প্রস্থান করলো এবং বালক বালিকা, পশু ও দ্রব্য সামগ্রী তাদের সম্মুখে রাখল।


আশের-বংশ অক্কো, সিডন, অহলব, অক্‌সীব, হেল্‌বা, অপীক ও রাহোব-নিবাসীদেরকে অধিকারচ্যুত করলো না।


আর আশের-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে মিশাল, চারণ-ভূমির সঙ্গে আব্দোন,


আর নপ্তালি-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়— নগর গালীলস্থ কেদশ এবং চারণ-ভূমির সঙ্গে হম্মোৎ দোর ও চারণ-ভূমির সঙ্গে কর্তন, এই তিনটি নগর দিল।


তাদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অক্‌ষফ,


এবং এব্রোণে, রহোবে, হম্মোনে ও কান্নাতে এবং মহাসীদোন পর্যন্ত গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন