যিহোশূয় 21:22 - কিতাবুল মোকাদ্দস22 ও চারণ-ভূমির সঙ্গে কিবসয়িম ও চারণ-ভূমির সঙ্গে বৈৎ-হোরোণ; এই চারটি নগর তারা তাদের দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 কিবসয়িম ও বেথ-হোরোণ—মোট চারটি নগর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 এ ছাড়াও সংলগ্ন চারণভূমি সমেত গেষের, কিব্সায়িম, ও বেথ-হোরোণ—মোট চারটি নগর তাদের দেওয়া হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 এবং পরিসরের সহিত গেষর; ও পরিসরের সহিত কিবসয়িম, ও পরিসরের সহিত বৈৎ-হোরোণ; এই চারিটী নগর তাহারা তাহাদিগকে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 কিবসয়িম এবং বৈৎ-হোরোণও পেল। ইফ্রয়িমরা তাদের দিয়েছিল চারটে শহর এবং পশুদের জন্য চারপাশের কিছু মাঠ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 ও পশুপালনের মাঠগুলির সঙ্গে কিব্সয়িম ও পশুপালনের মাঠগুলির সঙ্গে বৈৎ-হোরোণ; এই চারটি নগর তারা তাদেরকে দিল। অধ্যায় দেখুন |