যিহোশূয় 21:12 - কিতাবুল মোকাদ্দস12 কিন্তু ঐ নগরের ক্ষেত ও গ্রামগুলো তারা অধিকার হিসেবে যিফুন্নির পুত্র কালুতকে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ12 কিন্তু ওই নগরের মাঠগুলি ও চারপাশের সব গ্রাম তারা উত্তরাধিকারস্বরূপ যিফূন্নির ছেলে কালেবকে দিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 কিন্তু ঐ নগরের সমস্ত জমি ও গ্রামগুলির দখলীস্বত্ব তারা দিয়েছিল। যিফুন্নির পুত্র কালেবকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 কিন্তু ঐ নগরের ক্ষেত্র ও গ্রাম সকল তাহারা অধিকারার্থে যিফুন্নির পুত্র কালেবকে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 কিন্তু কিরিয়ৎ-অর্বর চারপাশের ছোটছোট শহর আর মাঠগুলো ছিল যিফূন্নির পুত্র কালেবের। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 কিন্তু ঐ নগরের ক্ষেত ও সমস্ত গ্রাম তারা অধিকার করার জন্য যিফুন্নির পুত্র কালেবকে দিল। অধ্যায় দেখুন |