Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 21:1 - কিতাবুল মোকাদ্দস

1 পরে লেবীয়দের পিতৃকুলপতিরা ইলিয়াসর ইমামের, নূনের পুত্র ইউসার ও বনি-ইসরাইলদের বংশগুলোর পিতৃকুলপতিদের কাছে আসলেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 লেবীয়দের পিতৃকুলপতিরা যাজক ইলীয়াসর, নূনের ছেলে যিহোশূয় ও ইস্রায়েলী অন্যান্য গোষ্ঠীপ্রধানদের কাছে এলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 লেবী গোষ্ঠীর প্রধানেরা পুরোহিত ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং ইসরায়েলীদের বিভিন্ন গোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 পরে লেবীয়দের পিতৃকুলপতিগণ ইলিয়াসর যাজকের, নূনের পুত্র যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণের নিকটে আসিলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 লেবীয় পরিবারগোষ্ঠীর প্রধানরা যাজক ইলিয়াসর নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েলের অন্যান্য পরিবারগোষ্ঠীর প্রধানদের কাছে কথা বলতে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 পরে লেবীয়দের পিতৃকুলপতিরা ইলীয়াসর যাজকের, নূনের পুত্র যিহোশূয়ের ও ইস্রায়েল-সন্তানদের বংশ সকলের পিতৃকুলপতিদের কাছে গেলেন,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 21:1
9 ক্রস রেফারেন্স  

কেনান দেশে বনি-ইসরাইল এই সব স্থান অধিকার হিসেবে গ্রহণ করলো; ইলিয়াসর ইমাম ও নূনের পুত্র ইউসা এবং বনি-ইসরাইলদের বংশগুলোর পিতৃ-কুলপতিরা এসব তাদের ভাগ করে দিলেন।


ইলিয়াসর ইমাম, নূনের পুত্র ইউসা ও বনি-ইসরাইলদের বংশগুলোর পিতৃকুল-পতিরা শীলোতে মাবুদের সম্মুখে জমায়েত-তাঁবুর দরজার কাছে গুলিবাঁট দ্বারা এসব অধিকার দিলেন। এভাবে তাঁরা দেশ ভাগের কাজ সমাপ্ত করলেন।


এরা ইলিয়াসর ইমামের, নূনের পুত্র ইউসা ও নেতৃবর্গের সম্মুখে এসে বললো, আমাদের ভাইদের মধ্যে আমাদের একটি অধিকার দিতে মাবুদ মূসাকে হুকুম করেছিলেন। অতএব মাবুদের হুকুম অনুসারে তিনি তাদের পিতার ভাইদের মধ্যে তাদের একটি অধিকার দেন।


হারুনের পুত্র ইলিয়াসর পুটীয়েলের এক কন্যাকে বিয়ে করলে তিনি তাঁর জন্য পীনহসকে প্রসব করলেন, এঁরা লেবীয়দের গোষ্ঠী অনুসারে তাদের পিতৃকুলপতি ছিলেন।


এসব লোক নিজ নিজ পিতৃকুলপতি: ইসরাইলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি; এরা রূবেণের গোষ্ঠী।


বদদোয়াগ্রস্ত তাদের ক্রোধ, কেননা তা প্রচণ্ড; তাদের কোপ, কেননা তা নিষ্ঠুর; আমি তাদেরকে ইয়াকুবের বংশের মধ্যে ভাগ করবো, ইসরাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব।


পরে মাবুদ মোয়াবের উপত্যকাতে জেরিকোর নিকটস্থ জর্ডানের কাছে মূসাকে বললেন,


আর বনি-ইসরাইলদের অধিকার থেকে সেসব নগর দেবার সময়ে তোমরা বেশি থেকে বেশি ও অল্প থেকে অল্প নেবে; প্রত্যেক বংশ যে অধিকার পেয়েছে সেই অনুসারে কতকগুলো নগর লেবীয়দেরকে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন