Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:50 - কিতাবুল মোকাদ্দস

50 তারা মাবুদের কালাম অনুসারে তাঁর প্রার্থিত নগর অর্থাৎ পর্বতময় আফরাহীম প্রদেশস্থ তিম্মৎ-সেরহ তাঁকে দিল; তাতে তিনি ঐ নগর নির্মাণ করে সেখানে বাস করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

50 যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন। ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে তিনি তিম্নৎ-সেরহ নগরটি চাইলে, তারা তাঁকে তা দিল। তিনি সেই নগরটি নির্মাণ করে সেখানে বসবাস করতে লাগলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

50 প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তারা ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে তিম্‌নাৎ-সেরাহ্ নগরটি যিহোশূয়কে দান করল। তিনি এই নগরটিই তাদের কাছে চেয়েছিলেন। নগরটি পুনর্গঠন করে তিনি সেখানেই বসতি স্থাপন করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

50 তাহারা সদাপ্রভুর বাক্যানুসারে তাঁহার যাচিত নগর অর্থাৎ পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্নৎ-সেরহ তাঁহাকে দিল; তাহাতে তিনি ঐ নগর নির্ম্মাণ করিয়া তথায় বাস করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

50 প্রভু আদেশ দিয়েছিলেন তিনি যেন এই জমি-জায়গা পান। তাই ইস্রায়েলবাসীরা যিহোশূয়কে দিল পাহাড়ী দেশ ইফ্রয়িমের তিম্নৎ‌-সেরহ নামক শহর। এই শহরটা ছিল যিহোশূয়র পছন্দ। তাই শহরটাকে বেশ ভালো করে মজবুত করে তৈরী করে, তিনি সেখানে বাস করতে থাকলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

50 তারা সদাপ্রভুর বাক্য অনুসারে তিনি যে নগর চেয়েছিলেন অর্থাৎ পাহাড়ি অঞ্চল ইফ্রয়িম প্রদেশে তিম্নৎ-সেরহ তাঁকে দিল; তাতে তিনি ঐ নগর নির্মাণ করে সেখানে বাস করলেন।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:50
6 ক্রস রেফারেন্স  

পরে লোকেরা গাশ পর্বতের উত্তরে পর্বতময় আফরাহীম প্রদেশস্থ তিন্নৎ-সেরহে তাঁর অধিকারের অঞ্চলে তাঁকে দাফন করলো।


তাতে লোকেরা গাশ পর্বতের উত্তর পর্বতময় আফরাহীম প্রদেশসহ তিম্নৎ-হেরসে তাঁর অধিকারের অঞ্চলে তাঁকে দাফন করলো।


আর তাঁর কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরুন ও উষেণ-শীরা নির্মাণ করালেন।


আফরাহীম-বংশের মধ্যে নূনের পুত্র হোসিয়া;


এভাবে স্ব স্ব সীমানুসারে অধিকার করে তারা দেশ ভাগ করার কাজ সমাপ্ত করলো; আর বনি-ইসরাইল নিজেদের মধ্যে নূনের পুত্র ইউসাকে একটি অধিকার দিল।


তাঁদের নাম এরকম: পর্বতময় আফরাহীম প্রদেশে বিন্‌-হূর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন