Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 19:41 - কিতাবুল মোকাদ্দস

41 তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

41 তাদের উত্তরাধিকারে অন্তর্ভুক্ত ছিল এসব নগর: সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

41-46 এদের অধিকারভুক্ত এলাকার মধ্যে ছিল সরা, ইষ্টায়োল, ইর-শেমেশ, শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিমনা, এক্রোন, এলতকী, গিব্বেথোন, বালাৎ, যেহুদ, বেনে-বারাক, গাৎ রিম্মোন, মেয়ার্কোন, রাক্কোন ও যাফোর সম্মুখবর্তী অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 তাহাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর্‌-শেমশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 তাদের দেওয়া হয়েছিল এইসব জায়গা: সরা, ইষ্টায়োল, ঈর্-শেমশ,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 তাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর-শেমশ,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 19:41
9 ক্রস রেফারেন্স  

সরা, অয়ালোন ও হেবরন,


আর কিরিয়ৎ-যিয়ারীমের গোষ্ঠী, যিত্রীয়, পূথীয়, শূমাথীয় ও মিশ্রায়ীয়রা, এদের থেকে সরাথীয় ও ইষ্টায়োলীয়েরা জন্মগ্রহণ করলো।


তখন দানীয়রা তাদের পূর্ণ সংখ্যা থেকে তাদের গোষ্ঠীর পাঁচ জন বীরপুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করার জন্য সরা ও ইষ্টায়োল থেকে প্রেরণ করলো। তারা তাদেরকে বললো, তোমরা যাও, দেশ অনুসন্ধান কর; তাতে তারা পর্বতময় আফরাহীম প্রদেশে মিকাহ্‌র বাড়ি পর্যন্ত গিয়ে সেই স্থানে রাত্রি যাপন করলো।


পরে তাঁর ভাইয়েরা ও তাঁর সমস্ত পিতৃকুল নেমে এসে তাঁকে নিয়ে সরা ও ইষ্টায়োলের মধ্যস্থানে তাঁর পিতা মানোহের কবরস্থানে তাঁর দাফন করলো। তিনি বিশ বছর ইসরাইলের বিচার করেছিলেন।


আর মাবুদের রূহ্‌ প্রথমে সরার ও ইষ্টায়োলের মধ্যস্থানে, মহনে-দান নামক স্থানে তাঁকে উত্তেজিত করতে শুরু করলেন।


সেই সময়ে দানীয় গোষ্ঠীর মধ্যে সরা-নিবাসী মানোহ নামে এক জন ব্যক্তি ছিলেন, তাঁর স্ত্রী বন্ধ্যা হওয়াতে সন্তান হয় নি।


নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশনা,


আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ নিজ নিজ গোষ্ঠী অনুসারে দান-বংশের লোকদের বংশের নামে উঠলো।


শালবীন, অয়ালোন, যিৎলা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন