যিহোশূয় 19:35 - কিতাবুল মোকাদ্দস35 আর প্রাচীর বেষ্টিত নগর সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ35 আর প্রাচীরবেষ্টিত সুরক্ষিত নগরগুলি ছিল সিদ্দীম, সের, হম্মৎ, রাক্কৎ, কিন্নেরৎ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35-38 সিদ্দিম, সের, হমেমাৎ, রাক্কাৎ, কিন্নেরৎ, অদামা, রামাহ্, হাৎসোর, কেদেশ, ইদ্রিয়ী, এন্-হাৎসোর, যিরোণ, মিগ্দাল-এল, হোরেম, বেথ-আনাৎ ও বেথ-শেমেশ—প্রাচীরঘেরা এই উনিশটি নগর এবং এগুলির পার্শ্ববর্তী গ্রামাঞ্চলছিল এদের এলাকাভুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 আর প্রাচীরবেষ্টিত নগর সিদ্দীম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 এইসব সীমানার মধ্যে কয়েকটা শক্তিশালী শহর রয়েছে। সেগুলো হচ্ছে: সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 আর দেওয়ালে ঘেরা নগর সিদ্দীম, সের, হম্মৎ, রক্কৎ, কিন্নেরৎ, অধ্যায় দেখুন |