যিহোশূয় 17:8 - কিতাবুল মোকাদ্দস8 মানশা তপূহ দেশ পেল, কিন্তু মানশার তপূহ নগর আফরাহীম-বংশের লোকদের অধিকার হল; অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ8 (মনঃশির সন্তানেরা তপূহ দেশটি পেয়েছিল, কিন্তু মনঃশির সীমানায় অবস্থিত তপূহ নগরটি ইফ্রয়িমের অধিকারভুক্ত থেকে গেল) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তপুহ অঞ্চল মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত ছিল কিন্তু মনঃশি গোষ্ঠীর সীমান্তে অবস্থিত তপুহ নগরটি ইফ্রয়িম গোষ্ঠীর অধিকারে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 মনঃশি তপূহ দেশ পাইল, কিন্তু মনঃশির সীমাস্থ তপূহ [নগর] ইফ্রয়িম-সন্তানগণের অধিকার হইল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তপূহকে ঘিরে সব জমি ছিল মনঃশির। কিন্তু খোদ তপূহ শহরটা তার নিজের ছিল না। তপূহ শহরটা মনঃশি এলাকার ধার ঘেঁষে। শহরটা ছিল ইফ্রয়িমের। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 মনঃশি তপূহ দেশ পেল, কিন্তু মনঃশির সীমানায় তপূহ [নগর] ইফ্রয়িম-সন্তানদের অধিকার হল; অধ্যায় দেখুন |