যিহোশূয় 17:7 - কিতাবুল মোকাদ্দস7 মানশার সীমা আশের থেকে শিখিমের সম্মুখস্থ মিক্মথৎ পর্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ পাশে ঐন-তপূহ-নিবাসীদের কাছ পর্যন্ত গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 মনঃশির এলাকা আশের থেকে শিখিমের পূর্বদিকে অবস্থিত মিক্মথৎ পর্যন্ত বিস্তৃত হল। সীমানাটি সেখান থেকে দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে ঐন-তপূহে বসবাসকারী লোকদেরও যুক্ত করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মনঃশি গোষ্ঠীর সীমারেখা ছিল আশের থেকে শেখেমের পূর্বদিকে মিকমথৎ পর্যন্ত। সেখান থেকে ঐ রেখা দক্ষিণে এন-তপুহ নিবাসীদের সীমানা পর্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 মনঃশির সীমা আশের হইতে শিখিমের সম্মুখস্থ মিক্মথৎ পর্য্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ পার্শ্বে ঐন্-তপূহ-নিবাসীদের নিকট পর্য্যন্ত গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 মনঃশির জমি জায়গা আশের এবং মিক্মথাথ এর মাঝখানে। সেটা শিখিমের কাছেই। সীমানা সোজা চলে গেছে দক্ষিণে ঐন্-তপূহ অঞ্চলের দিক বরাবর। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 মনঃশির সীমা আশের থেকে শিখিমের সামনে মিক্মথৎ পর্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ দিকে ঐন্-তপূহে বসবাসকারীদের সীমানা পর্যন্ত গেল। অধ্যায় দেখুন |