Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 16:7 - কিতাবুল মোকাদ্দস

7 এভাবে পরে যানোহ থেকে অটারোৎ ও নারঃ হয়ে জেরিকো পর্র্যন্ত গিয়ে জর্ডনে গিয়ে পড়লো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

7 পরে যানোহ থেকে নেমে তা অটারোৎ ও নারার দিকে গেল, ও যিরীহো স্পর্শ করে তা জর্ডনে বেরিয়ে এল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 যানোহ্‌ থেকে অটারোৎ-অদ্দর, নারাহ্ ও যিরিহো হয়ে জর্ডন পর্যন্ত প্রসারিত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 পরে যানোহ হইতে অটারোৎ ও নারঃ হইয়া যিরীহো পর্য্যন্ত গিয়া যর্দ্দনে নির্গত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তারপর নেমে গিয়ে যানোহ থেকে অটারোত্‌ এবং নারঃ পর্যন্ত। এইভাবেই যিরীহো পর্যন্ত সীমানা প্রসারিত হয়ে যর্দন নদীতে এসে থেমেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 পরে যানোহ থেকে অটারোৎ ও নারঃ হয়ে যিরীহো পর্যন্ত গিয়ে যর্দনে মিশেছে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 16:7
6 ক্রস রেফারেন্স  

এদের অধিকার ও নিবাস্থান বেথেল ও তার সমস্ত উপনগর এবং পূর্ব দিকে নারণ ও পশ্চিম দিকে গেষর ও তার সমস্ত উপনগর; আর শিখিম ও তার সমস্ত উপনগর, গাজা ও তার সমস্ত উপনগর পর্যন্ত।


সেই সময়ে ইউসা শপথ করে লোকদেরকে বললেন, যে কেউ উঠে এই জেরিকো নগর পুনঃনির্মাণ করবে, সে মাবুদের সাক্ষাতে বদদোয়াগ্রস্ত হোক; নগরের ভিত্তিমূল স্থাপনের দণ্ড হিসেবে সে নিজের জ্যেষ্ঠ পুত্রকে ও সমস্ত নগর-দ্বার স্থাপনের দণ্ড হিসেবে নিজের কনিষ্ঠ পুত্রকে দেবে।


সেই সময়ে বনি-ইসরাইলদের কারণে জেরিকো নগর শক্তভাবে রুদ্ধ ছিল, কেউ ভিতরে আসত না, কেউ বাইরে যেত না।


—তখন উপর থেকে আগত সমস্ত পানি দাঁড়িয়ে রইল, অতিদূরে সর্তনের নিকটবর্তী আদম নগরের কাছে এক রাশি হয়ে উঠে রইলো এবং অরাবা সমভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে পানি নেমে যাচ্ছিল, তা সম্পূর্ণ পৃথক হল; তাতে লোকেরা জেরিকোর সম্মুখেই পার হল।


পর্বতময় অবারীম অঞ্চল থেকে যাত্রা করে জেরিকোর নিকটবর্তী জর্ডানের কাছে মোয়াবের উপত্যকাতে শিবির স্থাপন করলো;


পরে ঐ সীমা পশ্চিম দিকে মিক্‌মথতের উত্তরে গেল; আরো পরে সেই সীমা পূর্ব দিকে ঘুরে তানৎ-শীলো পর্র্যন্ত গিয়ে তার কাছ দিয়ে যানোহের পূর্ব দিকে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন