যিহোশূয় 16:2 - কিতাবুল মোকাদ্দস2 আর বেথেল থেকে লুসে এবং সেই স্থান হয়ে অর্কীয়দের সীমা পর্র্যন্ত আটারোতে গমন করলো। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 তা বেথেল (অর্থাৎ, লূস) থেকে এগিয়ে গিয়ে অটারোতে অর্কীয়দের এলাকায় পৌঁছাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 বেথেল থেকে লুসের এবং সেখান থেকে অর্কীয় জাতির এলাকার সীমান্তে অটারোৎ-অদ্দর পর্যন্ত, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর বৈথেল হইতে লূসে গমন করিল, এবং সেই স্থান হইয়া অর্কীয়দের সীমা পর্য্যন্ত অটারোতে গমন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তারপর সীমানা গেছে বৈথেল (লূস) থেকে অটারোতে অর্কীয়দের সীমা পর্যন্ত। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 আর বৈথেল থেকে লূসে গেল এবং সেই জায়গা থেকে অর্কীয়দের সীমা পর্যন্ত অটারোতে গেল। অধ্যায় দেখুন |