Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:38 - কিতাবুল মোকাদ্দস

38 সনান, হদাশা, মিগ্দল্‌-গাদ, দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

38 দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

38 মিগ্দল্‌-গাদ, দিলিয়ন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

38 দিলিয়ন, মিস‌্পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

38 দিলিয়ন, মিস্‌পী, যক্তেল,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:38
10 ক্রস রেফারেন্স  

তিনি লবণ-উপত্যকায় ইদোমের দশ হাজার লোককে হত্যা করলেন ও যুদ্ধ দ্বারা সেলা অধিকার করে তার নাম যক্তেল রাখলেন; আজও তা রয়েছে।


পরে শামুয়েল লোকদেরকে মিস্‌পাতে মাবুদের কাছে ডাকালেন;


তিনি প্রতি বছর বেথেল, গিল্‌গল ও মিস্‌পাতে পরিভ্রমণ করে সেসব স্থানে ইসরাইলের বিচার করতেন।


পরে বনি-ইসরাইল বললো, সমাজে মাবুদের কাছে আসে নি, ইসরাইলের সমস্ত বংশের মধ্যে এমন কে আছে? কেননা মিস্‌পাতে মাবুদের কাছে যে না আসবে, সে অবশ্য হত হবে, এই মহা কসম তারা খেয়েছিল।


পরে বনি-ইসরাইলরা সকলে বের হল, দান থেকে বের্‌-শেবা পর্যন্ত সকলে ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী একটি মানুষের মত মিস্‌পাতে মাবুদের কাছে জমায়েত হল।


এছাড়া, পূর্ব ও পশ্চিম দেশীয় কেনানীয় এবং পর্বতময় প্রদেশস্থ আমোরীয়, হিট্টিয়, পরিষীয় ও যিবূষীয় এবং হার্মোণ পাহাড়ের নিচে অবস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের কাছে দূত প্রেরণ করলেন।


লাখীশ, বস্কৎ, ইগ্লোন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন