Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 13:18 - কিতাবুল মোকাদ্দস

18 বামোৎ-বাল ও বৈৎ-বাল-মিয়োন, ষহস,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

18 যহস, কদেমোৎ, মেফাৎ,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 বামোৎ-বেল, বেথ-বেল-মিয়োন। যহস্‌,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 বামোৎ-বাল ও বৈৎ-বাল্‌-মিয়োন, যহস,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 যহস, কদেমোৎ, মেফাত্‌,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 যহস, কদেমোৎ ও মেফাৎ,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 13:18
9 ক্রস রেফারেন্স  

তবুও সীহোন তার সীমার মধ্য দিয়ে ইসরাইলকে যেতে দিল না; উপরন্তু সীহোন তার সমস্ত লোককে একত্র করে ইসরাইলের বিরুদ্ধে মরুভূমিতে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলো।


হিষবোন ও সমভূমিস্থ তার সমস্ত নগর, দীবোন,


কিন্তু সীহোন ইসরাইলকে বিশ্বাস করে তাঁর সীমার মধ্য দিয়ে যেতে দিলেন না; সীহোন তাঁর সমস্ত লোক একত্র করে যহসে শিবির স্থাপন এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলেন।


হিষ্‌বোন ও ইলিয়ালী কাঁদছে; তাদের আর্তনাদ যহস পর্যন্ত শোনা যাচ্ছে; সেজন্য মোয়াবের যোদ্ধারা আর্তনাদ করছে; তার প্রাণ তার মধ্যে কাঁপছে।


আর বিচার-দণ্ড উপস্থিত হল, সমভূমির উপরে,


হিশ্‌বোন থেকে ইলিয়ালী পর্যন্ত চিৎকার উঠছে, তার আওয়াজ যহস পর্যন্ত ছড়িয়েছে; সোয়র থেকে হোরোণয়িম পর্যন্ত, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত, আওয়াজ যাচ্ছে, কেননা নিম্রীমস্থ পানিও শুকিয়ে গেল।


পরে আমি কদেমোৎ মরুভূমি থেকে হিষ্‌বোনের বাদশাহ্‌ সীহোনের কাছে দূতের মাধ্যমে এই শান্তির কথা বলে পাঠালাম,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন