Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:24 - কিতাবুল মোকাদ্দস

24 তির্সার এক জন বাদশাহ্‌; মোট একত্রিশ জন বাদশাহ্‌।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

24 তির্সার রাজা একজন মোট একত্রিশ জন রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 এবং তিরমার রাজা-সর্বমোট একত্রিশ জন রাজা।)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তির্সার এক রাজা; সর্ব্বশুদ্ধ একত্রিশ রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 তির্সার রাজা মোট রাজার সংখ্যা 31।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তির্সার এক রাজা; মোট একত্রিশ রাজা।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:24
7 ক্রস রেফারেন্স  

পরে গাদির পুত্র মনহেম তির্সা থেকে উঠে গেলেন, সামেরিয়াতে উপস্থিত হলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে সামেরিয়াতে আঘাত করে হত্যা করলেন এবং তাঁর পদে বাদশাহ্‌ হলেন।


এহুদার বাদশাহ্‌ আসার একত্রিংশ বছরে অম্রি ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করে বারো বছর রাজত্ব করেন; তিনি ছয় বছর তির্সাতে রাজত্ব করেন।


আর তিনি তাদের বাদশাহ্‌দেরকে তোমার হস্তগত করবেন এবং তুমি আসমানের নিচ থেকে তাদের নাম মুছে ফেলবে; যে পর্যন্ত তাদেরকে বিনষ্ট না করবে, সেই পর্যন্ত তোমার সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না।


ইউসিয়া আট বছর বয়সে রাজত্ব করতে আরম্ভ করেন; এবং একত্রিশ বছরকাল জেরুশালেমে রাজত্ব করেন।


পরে ইয়ারাবিমের স্ত্রী প্রস্থান করলেন এবং তির্সাতে উপস্থিত হলেন, তিনি বাড়ির দরজার গোবরাটে আসামাত্র বালকটির মৃত্যু হল।


পরে সেই সন্তানেরা সেই দেশে প্রবেশ করে তা অধিকার করলো এবং তুমি সেই দেশ-নিবাসী কেনানীয়দেরকে তাদের সম্মুখে নত করলে এবং ওদেরকে ও ওদের বাদশাহ্‌দেরকে ও দেশস্থ সকল জাতিকে তাদের হাতে তুলে দিলে, ওদের প্রতি যা ইচ্ছা তা করতে দিলে।


আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনকে, বাশনের বাদশাহ্‌ ওগকে ও কেনানের সমস্ত রাজ্যকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন