Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:21 - কিতাবুল মোকাদ্দস

21 তানকের এক জন বাদশাহ্‌, মগিদ্দোর এক জন বাদশাহ্‌,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

21 তানকের রাজা একজন মগিদ্দোর রাজা একজন

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 আনাকের রাজা, মেগিদ্দোর রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 কর্ম্মিলস্থ যক্নিয়ামের এক রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 তানকের রাজা মগিদ্দোর রাজা

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 তানকের এক রাজা, মগিদ্দোর এক রাজা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:21
7 ক্রস রেফারেন্স  

আর ইষাখর ও আশেরের মধ্যে আশেপাশের সব গ্রাম সহ বৈ-শান ও আশেপাশের সব গ্রাম সহ যিব্‌লিয়ম ও আশেপাশের সব গ্রাম সহ দোর-নিবাসীরা এবং আশেপাশের সব গ্রাম সহ ঐন্‌-দোর-নিবাসীরা ও আশেপাশের সব গ্রাম সহ তানকা-নিবাসী ও আশেপাশের সব গ্রাম সহ মগিদ্দো-নিবাসীরা, এই তিনটি পাহাড়ী এলাকা মানশার অধিকারে ছিল।


তানকে ও মগিদ্দোতে এবং সর্তনের কাছে ও যিষ্রিয়েলের নিম্নে অবস্থিত সমস্ত বৈৎ-শানে, অর্থাৎ বৈৎ-শান থেকে আবেল-মহোলা ও যক্‌মিয়ামের পার পর্যন্ত অহীলূদের পুত্র বানা।


বাদশাহ্‌রা এসে যুদ্ধ করলেন, তখন কেনানের বাদশাহ্‌রা যুদ্ধ করলেন, মগিদ্দোর পানির কাছে তানকে যুদ্ধ করলেন; তাঁরা একখণ্ড রূপাও নিলেন না।


শিম্রোণ-মরোণের এক জন বাদশাহ্‌, অকষফের এক জন বাদশাহ্‌,


কেদশের এক জন বাদশাহ্‌, বাদশাহ্‌, কর্মিলস্থ যক্মিয়ামের এক জন বাদশাহ্‌,


আর মানশার অর্ধেক বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে তানক ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ, এই দু’টি নগর দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন