যিহোশূয় 12:2 - কিতাবুল মোকাদ্দস2 হিষবোন-নিবাসী আমোরীয়দের বাদশাহ্ সীহোন; তিনি অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের উপত্যকার মধ্যস্থিত নগর থেকে এবং অর্ধেক গিলিয়দ, অম্মোনীয়দের সীমা যব্বোক নদী পর্যন্ত, অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্বোনে রাজত্ব করতেন। অর্ণোন গিরিখাতের প্রান্তে অরোয়ের থেকে—গিরিখাতের মাঝামাঝি থেকে—অম্মোনীয়দের সীমানারূপে চিহ্নিত যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত এলাকা তাঁর শাসনাধীন ছিল। গিলিয়দের অর্ধেক অংশও এর অন্তর্ভুক্ত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ইমোরীদের রাজা সিহোন। এঁর রাজধানী ছিল হিষ্বোনে। তাঁর রাজ্যের চতুঃসীমা ছিল আর্ণোন উপত্যকার প্রান্তে আরোয়ের থেকে উপত্যকার মধ্যভাগ এবং গিলিয়দ প্রদেশের অর্ধাংশ আম্মোনীদের সীমান্ত যাব্বোক নদী পর্যন্ত, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 হিষ্বোন-নিবাসী ইমোরীরদের সীহোন রাজা; তিনি অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং অর্দ্ধ গিলিয়দ, অম্মোন-সন্তানদের সীমা যব্বোক নদী পর্য্যন্ত, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তারা ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিল যে হিষ্বোন শহরে থাকত। সীহোনের রাজ্য ছিল অর্ণোন উপত্যকার অরোয়ের থেকে যব্বোক নদী পর্যন্ত বিস্তৃত। ঐ উপত্যকার মাঝখান থেকে তার রাজ্যের শুরু। সেটা ছিল অম্মোনীয় লোকেদের এলাকার সীমান্ত। গিলিয়দ দেশের অর্ধেকেরও বেশী অংশে সীহোন রাজত্ব করেছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 হিষ্বোন-নিবাসী ইমোরীয়দের সীহোন রাজা; তিনি অর্ণোন উপত্যকার সীমানায় অরোয়ের উপত্যকার মধ্যে অবস্থিত নগর অবধি এবং অর্ধেক গিলিয়দ, অম্মোন-সন্তানদের সীমা, অধ্যায় দেখুন |