Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 11:17 - কিতাবুল মোকাদ্দস

17 সেয়ীরগামী হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের তলস্থ লেবাননের উপত্যকাতে অবস্থিত বালগাদ পর্যন্ত অধিকার করলেন এবং তাদের সমস্ত বাদশাহ্‌কে ধরে তলোয়ারের আঘাতে হত্যা করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 সেয়ীরের দিকে উঠে যাওয়া হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত লেবানন উপত্যকার বায়াল-গাদ পর্যন্ত দখল করলেন। তিনি সেখানকার সব রাজাকে বন্দি করে তাদের হত্যা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 সেয়ীর পর্যন্ত বিস্তৃত হালাক পর্বত থেকে হারমোন পর্বতের সানুদেশে লেবানন উপত্যকায় অবস্থিত বাল্‌গাদ পর্যন্ত সমগ্র দেশ অধিকার করলেন এবং সেই অঞ্চলের সমস্ত রাজাকে বন্দী করে হত্যা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 সেয়ীরগামী হালক পর্ব্বত হইতে হর্মোণ পর্ব্বতের তলস্থ লিবানোনের তলভূমিতে স্থিত বাল্‌গাদ পর্য্যন্ত হস্তগত করিলেন, এবং তাহাদের সমস্ত রাজাকে ধরিয়া আঘাতপূর্ব্বক বধ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 হালক পর্বতশৃঙ্গ থেকে সেয়ীরের কাছে লিবানোন উপত্যকার বাল্গাদ পর্যন্ত সমস্ত অঞ্চল যিহোশূয়র দখলে এল। লিবানোন উপত্যকাটি হার্মোণ পর্বতশৃঙ্গের নীচে অবস্থিত। সে দেশের সমস্ত রাজাকে তিনি পরাজিত ও নিহত করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 সেয়ারগামী হালক পর্বত থেকে হর্মোণ পর্বতের নিচে লিবানোনের উপত্যকায় অবস্থিত বাল্‌গাদ পর্যন্ত অধিকার করলেন এবং তাদের সমস্ত রাজাকে ধরে আঘাত করে বধ করলেন।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 11:17
12 ক্রস রেফারেন্স  

আর তিনি তাদের বাদশাহ্‌দেরকে তোমার হস্তগত করবেন এবং তুমি আসমানের নিচ থেকে তাদের নাম মুছে ফেলবে; যে পর্যন্ত তাদেরকে বিনষ্ট না করবে, সেই পর্যন্ত তোমার সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না।


গিবলীয়দের দেশ ও হর্মোণ পর্বতের তলস্থিত বালগাদ থেকে হমাতের প্রবেশ স্থান পর্যন্ত, সূর্যোদয় দিকস্থ সমস্ত লেবানন;


এছাড়া, পূর্ব ও পশ্চিম দেশীয় কেনানীয় এবং পর্বতময় প্রদেশস্থ আমোরীয়, হিট্টিয়, পরিষীয় ও যিবূষীয় এবং হার্মোণ পাহাড়ের নিচে অবস্থিত মিস্পাদেশীয় হিব্বীয়দের কাছে দূত প্রেরণ করলেন।


মরুভূমি ও এই লেবানন থেকে মহানদী, ফোরাত নদী পর্যন্ত হিট্টিয়দের সমস্ত দেশ এবং সূর্যের অস্তগমনের দিকে মহাসমুদ্র পর্যন্ত তোমাদের সীমা হবে।


তিনি বললেন, মাবুদ সিনাই থেকে আসলেন, সেয়ীর থেকে তাদের প্রতি উদিত হলেন; পারণ পর্বত থেকে তাঁর তেজ প্রকাশ করলেন, অযুত অযুত পবিত্র লোকদের কাছ থেকে আসলেন; তাদের জন্য তাঁর ডান হাতে অগ্নিময় শরীয়ত ছিল।


পরে মাবুদ আমাকে যেরকম বলেছিলেন, সেই অনুসারে আমরা ফিরে লোহিত সাগরের পথে মরুভূমি দিয়ে যাত্রা করলাম এবং অনেক দিন যাবৎ সেয়ীর পর্বত প্রদক্ষিণ করলাম।


তারপর ইয়াকুব তাঁর আগে সেয়ীর দেশের ইদোম অঞ্চলে তাঁর ভাই ইসের কাছে দূত পাঠালেন।


(সীদোনীয়েরা ঐ হর্মোণকে সিরিয়োণ বলে এবং ইমোরীয়েরা তাকে বলে সনীর।)


ইউসা বহুকাল পর্যন্ত সেই বাদশাহ্‌দের বিরুদ্ধে যুদ্ধ করলেন।


তুমিই উত্তর ও দক্ষিণ দিকের সৃষ্টি করেছ; তাবোর ও হর্মোণ তোমার নামে আনন্দধ্বনি করে।


এখন ফিরে তোমরা যাত্রা কর, আমোরীয়দের পর্বতময় দেশ এবং তার নিকটবর্তী সমস্ত স্থান, অরাবা উপত্যকা, পাহাড়ী অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণ প্রদেশ ও সমুদ্রতীর, মহানদী ফোরাত পর্যন্ত কেনানীয়দের দেশে ও লেবাননে প্রবেশ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন