যিহোশূয় 1:18 - কিতাবুল মোকাদ্দস18 যে কেউ আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করবে এবং আপনার নির্দেশিত সমস্ত কথা না শুনবে, তার প্রাণদণ্ড হবে; আপনি কেবল বলবান হোন ও সাহস করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ18 যে কেউ আপনার আদেশের বিদ্রোহী হয়, আপনি যা কিছু আদেশ দেন তা পালন না করে, তার প্রাণদণ্ড হবে। শুধু আপনি শক্তিশালী ও সাহসী হোন!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আপনার নির্দেশের বিরোধিতা যে করবে বা আপনার কথা যে অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। আপনি দৃঢ় হোন ও সাহস অবলম্বন করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যে কেহ আপনার আজ্ঞার বিরুদ্ধাচরণ করিবে, এবং আপনার আজ্ঞাপিত সকল কথা না শুনিবে, তাহার প্রাণদণ্ড হইবে; আপনি কেবল বলবান হউন ও সাহস করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 যদি কেউ আপনার আদেশ অমান্য করে কিংবা আপনার বিরুদ্ধাচরণ করে তাকে আমরা হত্যা করবই। আপনি কেবল বলবান ও সাহসী হোন।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 যে কেউ আপনার আজ্ঞার বিরুদ্ধে যাবে এবং আপনার আজ্ঞার অবাধ্য হবে, তাঁর প্রাণদণ্ড হবে, আপনি শুধু বলবান হন ও সাহস করুন।” অধ্যায় দেখুন |